রাজ্যের খবর

গঙ্গা পাড়ের একাধিক বাড়িতে ফাটল, ভাঙন রোধে শুরু হয়েছে কাজ

Work has started to prevent cracks and erosion in several houses on the banks of Ganga

The Truth of Bengal: অনেকদিন আগে থেকে চলছে ভাঙন। একটু একটু করে ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে গঙ্গা। উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঙালি ঘাট সংলগ্ন এলাকায় মানুষ আতঙ্ক মাথায় করে দিন কাটাচ্ছেন। গঙ্গার ভাঙনরোধে শুরু হয়েছে কাজ। কংক্রিটের বাঁধ নির্মাণের আগে শালবল্লা পোঁতা শুরু হতেই বিপত্তি। পাড়ের অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাঁচিল ধসে তলিয়ে গিয়েছে গঙ্গায়। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানাচ্ছেন, শুক্রবার গভীর রাতে ঘরের পাঁচিল ভেঙে তলিয়ে যায় গঙ্গায়। কিছুক্ষণের মধ্যে তিনটি ঘর ভেঙে গঙ্গার গ্রাসে চলে যায়। গঙ্গাপাড়ের অন্যান্য বাসিন্দারাও ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। যে কোন সময় তলিয়ে যাওয়ার আশঙ্কায় এখন রাত্রের ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। পুরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি উঠেছে।

এপ্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর দুর্গাবতী চৌধুরি জানান, ভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ চলছে। তবুও ঘরবাড়ি ধসে পড়ছে। বিষয়টি তিনি পুরপ্রধানকে জানিয়েছেন। গারুলিয়ার কাঙালি ঘাটে গঙ্গার গ্রাসে তিনটি ঘর, আতঙ্কে বাসিন্দারা গঙ্গা ভাঙন রোধে গারুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঙালি ঘাটে গত ২৪ জানুয়ারি থেকে সেচ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে কংক্রিটের বাঁধ নির্মানের কাজ। যদিও গঙ্গার ভাঙনে অনেক আগেই ঘাট সংলগ্ন একাধিক বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে। এদিকে বাঁধ নিমানে শালবোল্লি পুঁততেই ফের বিপত্তি দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দা চন্দন চৌধুরী জানান, শুক্রবার গভীর রাতের দিকে ঘরের পাঁচিল ভেঙে নিচে পড়ে যায়। আওয়াজ পেয়েই ঘুম থেকে উঠে ছুটে ঘরের বাইরে বেরিয়ে আসি।

কিছুক্ষনের মধ্যে তিনি সচক্ষে দেখেন তার তিনটি ঘর ভেঙে গঙ্গার গ্রাসে চলে গিয়েছে। গঙ্গা পাড়ের অন্যান্য বাসিন্দারাও ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। বাসিন্দা চন্দ্রাবতী চৌধুরী বলেন, শালবোল্লি পুঁততেই ঘরে ফাটল দেখা দিচ্ছে। মাঝরাতে এলাকার তিনটি ঘর ধ্বসে গিয়েছে। চন্দ্রাবতী দেবীর দাবি, পুরসভার পক্ষ থেকে তাদের অন্যত্র থাকবার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক। এপ্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর দুর্গাবতী চৌধুরী বলেন, ভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ চলছে। তবুও ঘরবাড়ি ধ্বসে পড়ছে। খুব দুঃখজনক ঘটনা। বিষয়টি তিনি পুরপ্রধানকে জানিয়েছেন। সোমবার এই বিষয়ে তিনি পুরপ্রধানের সঙ্গে দেখা করবেন।

Related Articles