রাজ্যের খবর

স্বাধীনতা দিবসের দিন স্কুলে পৌঁছাতেই চক্ষু চড়কগাছ! ঠিক কী ঘটেছিল?

While reaching school on the Independence Day

Truth Of Bengal : আরামবাগ : সৌভিক গোস্বামী : স্বাধীনতা দিবসের সকালে পতাকা তুলতে স্কুলের সামনে যেতেই চমকে ওঠা দৃশ্য! স্কুলের দালানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্তের চিহ্ন! তার পাশেই পড়ে রয়েছে মহিলাদের মাথায় দেওয়া ক্লিপ। যা দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে পড়ুয়া ও শিক্ষকরা। ঘটনাটি ঘটেছে গোঘাটের আশপুর পুঁইনা প্রাথমিক বিদ্যালয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার ৭৮ তম স্বাধীনতা দিবসের দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করতে ওই স্কুলের সামনে উপস্থিত হয় পড়ুয়ারা। আর সেখানে পৌঁছাতেই চক্ষু চড়কগাছ! ঠিক কী ঘটেছিল? এদিন পড়ুয়ারা থেকে শুরু করে শিক্ষক ও স্থানীয়রা দেখতে পায়, স্কুলের দালানের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত। তার পাশেই পড়ে রয়েছে মহিলাদের মাথায় ব্যবহার করার ক্লিপ। যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

খবর ছড়িয়ে পড়তেই জমায়েত হয় গ্রামের অসংখ্য মানুষ। স্থানীয়দের অনুমান, রাতের অন্ধকারে স্কুলে অপরাধ মূলক কাজ হতে পারে? পাশাপাশি আরজি কর কান্ডের পর গ্রামের স্কুলে এধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশ ওই মাথায় লাগানো ক্লিপটি উদ্ধার করার পাশাপাশি স্কুল চত্বরটি খতিয়ে দেখে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles