তিন লোকসভা কেন্দ্রে সকাল থেকে ভোটের লাইন, কত শতাংশ ভোট পড়ল তিন লোকসভা কেন্দ্রে?
What percentage of votes were cast in three Lok Sabha centers?

The Truth of Bengal: সকাল ১১ টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে – ৩৩.৬৩%, আলিপুরদুয়ারে ভোট পড়েছে – ৩৫.২০ %, জলপাইগুড়িতে ভোট পড়েছে – ৩১.৯৪ %।সকাল ১১ টা পর্যন্ত মোট পোল পার্সেন্টেজ :- ৩৩.৫৬%। এমন ভোটদানের হার সন্তোষজনক। প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের তিন আসনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ে মোট ৩২ শতাংশ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার— এই তিন আসনে ভোটগ্রহণ চলছে এ রাজ্যে। অন্যদিকে, গোটা দেশে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৯.৭ শতাংশের বেশি। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২ আসনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৯.৭ শতাংশের বেশি।
গোট দেশের নিরিখে সকাল ১১টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার বেশ উল্লেখযোগ্য। সকাল থেকেই দেখা গিয়েছে বেশ উৎসাহের সঙ্গে মানুষ ভোটের লাইনে দাঁড়ান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ভোটের লাইন দীর্ঘ হতে থাকে। কোছিবারে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ে ৩৩.৬৩ শতাংশ। আলিপুদুয়ারে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ে ৩৫.২০ শতাংশ। অন্যদিকে, জলপাইগুড়িতে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ে ৩১.৯৪ শতাংশ।