
The Truth of Bengal: লক্ষ্য বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। ২০২৪ সালের আগে সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে জোরকদমে। রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি উত্তর ২৪ পরগনায়ও সেই কাজ চলছে। নৈহাটিতে গঙ্গা থেকে জল তুলে সেই জল পানীয়যোগ্য করে তোলা হবে। পরিস্রুত সেই জল পাইপ লাইনের মাধ্যমে আমডাঙা, অশোকনগর থেকে হাবড়া হয়ে গাইঘাটা ব্লকের বিভিন্ন জায়গায় পাঠানো হবে।
প্রথম পর্যায়ে এই কাজ হবে। পরবর্তীতে আরও এলাকায় পৌঁছে দেওয়া হবে পরিস্রুত পানীয় জল। বেশ কিছু জায়গায় এই জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি আছে সামান্য কিছু কাজ। তারপর ২০২৪ সালের শুরুর দিকেই ঘরে ঘরে জল পৌঁছ যাবে পরিস্রুত পানীয় জল। হাবড়া ও অশোকনগরের বেশ কিছু জায়গায় বসানো হয়েছে নতুন রিজার্ভার। সেখানে ধরে রাখা হবে পরিস্রুত পানীয় জল। সেই জল পাঠিয়ে দেওয়া হবে ঘরে ঘরে। খুশি এলাকাবাসী।
এ বিষয়ে ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক অতুল দে জানিয়েছেন, আর মাত্র অল্প কিছু কাজ বাকি আছে গাইঘাটা এলাকায়। তারপর বাড়ি বাড়ি পৌঁছবে পানীয় জলের লাইন।গাইঘাটা আর্সেনিকপ্রবণ এলাকা হওয়ায় বিভিন্ন সময়ে পানীয় জলের সমস্যার সামনে পড়তে হয় সধারণ মানুষকে। এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর সেই সমস্যা থেকে মুক্ত হবে এলাকার মানুষ।