রাজ্যের খবর
Trending
কৃষি দফতরের উদ্যোগে কৃষিকাজে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার, প্রযুক্তির ব্যবহারে লাভবান হবেন এলাকার কৃষকরা
Use of advanced drones in agriculture

The Truth Of Bengl : মথুরাপুর ২ নং ব্লক কৃষি অফিস ও রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে এই কাজ করা হয়েছে। আসলে ড্রোন দিয়ে এতদিন কৃষিকাজে কীটনাশক ব্যবহার করার হচ্ছিল। এই কাজ হাতে কলমে এলাকায় প্রয়োগ করতে সেখানে এসেছিলেন বিজ্ঞানী কৃষ্ণেন্দু রায়।
এই পরীক্ষা করার পর তারা খুবই খুশি। সেসময় সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নং ব্লকের ব্লক কৃষি আধিকারিক সহ একাধিক আধিকারিক। ড্রোন ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১২ মিনিটের মধ্যে কাজ করতে পারবে।
দ্রুত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্থ এলাকা চিহ্নিত করতে পারবে। ফলে লাভবান হবে সকলেই। আগামী দিনে এই প্রযুক্তি আরও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
FREE ACCESS