পৌরোহিত্যে উৎসাহ বাড়াতে গণ উপনয়ন-এর আয়োজন বঙ্গীয় পুরোহিত সমাজের
Upanayan is organized by Bengali Purohit Samaj

The Truth of Bengal,দেবাশীষ গুছাইত, হাওড়া: বাঙালির বারো মাসে তেরো পার্বন। তাই প্রতি বছর এই বাংলাতে ধুমধাম করে যেমন দুর্গাপূজা হয় ঠিক একইভাবে সারা বছর ধরেই ছোট বড় বিভিন্ন পূজা-পার্বন চলতেই থাকে। আর এই পরিস্থিতিতে পূজার দিনে বহু ক্ষেত্রেই পুরোহিত নিয়ে আকাল পরিস্থিতির উদ্ভব হয়। অনেক সময় বাড়ির গৃকর্ত্রী পূজার আয়োজন করে। পুরোহিতের আসার অপেক্ষায় হাপিত্যেশ করে বসে থাকতে দেখা যায়। এছাড়াও পাড়ার মোড়ে মোড়ে বিভিন্ন ক্লাবে যুবকরা একত্রিত হয়ে সরস্বতী পূজা, কালী পূজার আয়োজন করে থাকেন।
যদিও পুরোহিতের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়তে হয় পূজা উদ্যোক্তাদেরকেও। বর্তমানে পূজার সংখ্যা বাড়লেও পুরোহিতের সংখ্যা বাড়ছে না তার করন পড়াশুনার পর পৌরহিত্য করার কাজে কেউ আগ্রহী দেখাচ্ছে না। বর্তমানে কেরিয়ার সন্ধানী যুবকরা তাই ডাক্তার , উকিল, পুলিশ ইত্যাদি কোনো পেশায় নিযুক্ত হবার স্বপ্ন দেখেন। তাই বর্তমান সময়ে পূজার সংখ্যা বাড়লেও পুরোহিতদের সংখ্যা নগন্য।
ভারতবর্ষকে আধ্যাত্মিকতার পিঠস্থান বলে আখ্যা দেওয়া হলেও বর্তমানে অনেক সনাতনী মানুষেরা ধর্মাচরণ যাতে করতে পারে সেই লক্ষ্য নিয়ে ১৩ বছর ধরে গণ উপনয়নের কাজ করে আসছেন বঙ্গীয় পুরোহিত সমাজ। আজ বুধবার রনিহাটি পুরানো বাজার এলাকায় এক অনুষ্ঠান ভবনে নাবঘড়া গৌড়ীয় মঠের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৫০ জনের বাচ্ছাকে নিয়ে অনুষ্ঠিত হয় এই উপনয়ন অনুষ্ঠান। এর মাধ্যমে সমাজে পৌরোহিত্য তথা পুরোহিত তৈরি করার মাধ্যমে সমাজে পৌরোহিত্যকে উৎসাহ দান করাই মূল উদ্দেশ্য।