রাজ্যের খবর

যুবকের অস্বাভাবিক মৃত্যু, আমতায় ছড়াল চাঞ্চল্য

Unnatural death of young man in amta

Truth Of Bengal:  যুবকের রহস্যমৃত্যু। বাড়ি থেকে ১০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল যুবকের  রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। কী করে যুবকের মৃত্যু হল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

স্থানীয় সূত্রে খবর,  আমতার গোবিন্দচক গ্রামে বাড়ি থেকে ১০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, মৃতের শরীরে মাথা সহ বিভিন্ন জায়গায় আঘাতের ছিন্ন ছিল। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ পড়ে থাকতে দেখলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

মৃত যুবকের নাম প্রসেনজিৎ মেউর ( ৩২)। মৃতের পরিবারের অভিযোগ শনিবার রাত ন’টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে প্রসেনজিৎ পাশের কুমারচক গ্রামে কালি পুজো দেখার জন্য বেরিয়েছিলেন। তারপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর রবিবার সকালে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। ।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের  জন্য উলবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিবারের তরফে দাবি মারধর করার জন্যই প্রসেনজিৎ এর মৃত্যু হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে  আমতা থানার পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Related Articles