রাজ্যের খবর

দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু  এক ব্যক্তির

Two motorbikes collided head-on, killing one person

The Truth Of Bengal,শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:  জাতীয় সড়কের উপর দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের বেলদার বিষ্ণুমন্দিরের কাছে।

জানাগিয়েছে, এদিন বেলদার দিক থেকে শালাজপুরের দিকে যাওয়া একটি বাইকের সঙ্গে অপর দিক থেকে আশা একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন দুটি মোটর বাইকে থাকা দুজন। এরপর তড়িঘড়ি করে স্থানীয়রা পুলিশের খবর দিলে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে  আহত দুজনকে উদ্ধার করে  বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে  নিয়ে আসে।

চিকিৎসক সেখানে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম  সুশান্ত পন্ডিত বাড়ি বেলদা থানার আসন্দা এলাকায়। আহত ব্যক্তির নাম সমীর মাইতি বাড়ি সালাজপুর। বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহতের অবস্থা আশঙ্কাজনক হওযায় তাঁকে অন্যত্র স্থানান্তর করা হয়। এরপর দুর্ঘটনা গ্রস্থ দুটি মোটর বাইককে উদ্ধার করে বেলদা থানা পুলিশ।

Related Articles