রাজ্যের খবর

ভয়াবহ দুর্ঘটনা, বর্ধমানগামী  দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, আহত ৫০ যাত্রী

Two buses collide in Burdwan, 50 injured

Truth Of Bengal:  জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার আলমপুরের কাছে যাত্রীবাহী দুই বাসের মধ্যে  মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই আহত প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে। এদিন দুর্ঘটনাটি ঘটেছে জাতীয় সড়ক দেওয়ানদিঘী থানার আলমপুরে।

ঘটনাস্থলে স্থানীয় মানুষজন এবং বাসের যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে  একটি বাস বর্ধমান থেকে যাচ্ছিল বর্ধমান –  আউসগ্রাম রুটের বাস । ঠিক সেইসময়  অন্যদিক থেকে আসে  ইলামবাজার ভেদিয়া বর্ধমান রুটের বাস। তখনই ঘটে দুর্ঘটনা।

বর্ধমান আউসগ্রাম রুটের বাসের যাত্রীরা জানান, তাদের বাসের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন । এরপর  একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেইসময়  অপর দিক থেকে আসা বাসটিকে সজোরে ধাক্কা মারে ।  যার ফলেই পথ দুর্ঘটনাটি ঘটে।

দুই বাসের আহত যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিছুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে ।  বাকি আহতরা চিকিৎসাধীন রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। প্রশাসন চেষ্টা করছে প্রতিটি আহত ব্যক্তিদের পরিবারদের খবর দেবার জন্য।   ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles