তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন! উত্তাল পরিস্থিতি কুলপিতে
Trinamool panchayat member hacked to death! Turbulent situation in Kulpi

Truth Of Bengal: কুপিয়ে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যকে| ঘটনাটি ঘটেছে, কুলপির চুনফুলি মোড়ে। ঘটনায় আহত হয়েছেন এক জন। জানা গেছে, মৃত ওই ব্যাক্তির নাম নুরউদ্দিন হালদার।ওই ব্যাক্তিটি গাজিপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতাবাদের বাসিন্দা।
এই ঘটনায় সংখ্যালঘু সেলের সভাপতি স্থানীয় বিধায়কের দিকে অভিযোগ করেছেন। এরপর আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অভিযোগ উঠেছে।
জানা যাচ্ছে, রবিবার রাতে নামাজ পড়তে যাচ্ছিলেন পঞ্চায়েত সদস্য নুরউদ্দিন। সেই সময় কয়েক জন তার উপর চড়াও হয়। এরপর ওই কয়েকজন আচমকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করেন বলে এমনটাই অভিযোগ। এরপরে এলাকায় বোমা ফেলে সেখান থেকে তারা চম্পট দেন।
পঞ্চায়েত সদস্য-সহ আরও এক জনকে আশঙ্কাজনক অবস্থায় কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। সেখানে নুরউদ্দিনকে মৃত বলে জানান চিকিৎসকেরা। আহত ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে। সূত্রের খবর, এলাকা থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে।
অভিযোগ ওঠে এই খুনের ঘটনার কুলপিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। কুলপি সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা তৃণমূল বিধায়ক যুবরঞ্জন হালদারের দিকে অভিযোগ করেছেন। ঘটনার প্রতিবাদে কুলপি থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তিনি এবং তাঁর সমর্থকেরা। এছাড়াও সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বররাও জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কে বা কারা খুন করেছে, তার তদন্ত করছে পুলিশ।