৪ শিশুর মৃত্যুর ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস
Trinamool Congress will approach the governor over the death of 4 children

The Truth Of Bengal: সোমবার ভারত বাংলাদেশ সীমান্তে মাটি ধসে মৃত্যু হয় ৪ শিশুর। ঘটনাকে কেন্দ্র করে BSF দের বিরুদ্ধে অভিযোগ তোলেন স্থানীয়রা। আজ মঙ্গলবার সেই ঘটনাটি কেন্দ্র করে ১২ জন সাংসদ ও বিধায়করা রাজ্যপালের কাছে চিঠি পাঠাবেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে শাসকদল তৃণমূল কংগ্রেস। দিল্লি সফর সেরে ফেরার পরই রাজ্যপালের দারস্থ হবে সাংসদ ও বিধায়করা।
সোমবার চেতনাগছ এলাকায় BSF এর ড্রেন কাটার কাজ চলার সময় সেই ড্রেনে পড়ে যায় ৪ জন শিশু। দুর্ভাগ্যবস্ত সেই সময় মাটির ধস নামে ওই ড্রেনে। বিপদজনকভাবে মাটির নিচে পড়ে যায় ওই ৪ শিশু।সংজ্ঞাহীন অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনার পর BSF জাওয়ানদের বিরুদ্ধে শাস্তির দাবি জানায় স্থানীয়রা।
মৃত ৪ শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে।ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবার ও এলাকাজুড়ে।
Free Access