
The Truth of Bengal: গত বছর ৮ লক্ষ যাত্রী হয়েছিল গঙ্গাসাগর মেলা উপলক্ষে। এ বছর তা আরও বাড়বে বলেই মনে করছে রেল প্রশাসন। তাই অতিরিক্ত ট্রেন পরিষেবা রাখা হচ্ছে দক্ষিণ ২৪পরগনার সাগরের জন্য। ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট ৭২টি ট্রেন আপ এবং ডাউন লাইনে চলাচল করছে। শিয়ালদহ থেকে নামখানার মধ্যে এই ট্রেন পরিষেবা জারি রয়েছে।
১৩ জানুয়ারি আপ লাইনে ৮টি – ডাউন লাইনে ৭টি স্পেশাল ট্রেন চলে
১৪ জানুয়ারি আপ লাইনে ৭টি – ডাউন লাইনে ৮টি স্পেশাল ট্রেন চলবে
১৫ জানুয়ারি আপ লাইনে ৭টি – ডাউন লাইনে ৬টি স্পেশাল ট্রেন চলবে
১৬ জানুয়ারি আপ লাইনে ৭টি – ডাউন লাইনে ৬টি স্পেশাল ট্রেন চলবে
১৭ জানুয়ারি আপ লাইনে ৪টি – ডাউন লাইনে ৩টি স্পেশাল ট্রেন চলবে
শিয়ালদহ, নামখানা এবং কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত টিকিট বুকিং সেন্টারও খোলা হয়েছ গঙ্গাসাগর মেলা উপলক্ষে। শিয়ালদহে অতিরিক্ত ২টি, কাকদ্বীপে অতিরিক্ত ৪টি এবং নামখানায় অতিরিক্ত ৩টি টিকিট বুকিং সেন্টার খোলা হচ্ছে।এর জন্য সার্কুলার রেল চলাচল ব্যাহত হবে বলে রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন।ইউটিএস টিকিট বুকিং পরিকাঠামো এই গঙ্গাসাগর মেলার জন্য সাজিয়ে তোলা হয়েছে।দেশ-বিদেশের মানুষ যাতে সঠিক পরিষেবা পায়,সেজন্য ল ক্ষ্য রাখা হচ্ছে বলে রেল কর্তারা জানিয়েছেন।