রাজ্যের খবর

মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ২ যুবকের

Road Accident

The Truth of Bengal: মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় ঘটনার বলি হলো দুই যুবক। আশঙ্কাজনক আরও দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে পাকুয়াহাট- বামনগোলা রাজ্য সড়কের মাঝে তিতপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার পুলিশ। দুর্ঘটনা গ্রস্থদের উদ্ধার করে স্থানীয়রা বামনগোলা গ্রামীন হাসপাতালে নিয়ে যান তাঁরা।

সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে তিনজন বিনা হেলমেটে দ্রুত গতিতে পাকুয়াহাট হইতে বামনগোলা যাচ্ছিল অন্যদিকে,একটি বাইক বামনগোলা থেকে পাকুয়াহাট আসছিল সে সময় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের তিতপুর এলাকায়।

যদিও এলাকাবাসী ক্যামেরার সামনে আসেনি মৌখিকভাবে জানিয়েছেন চিৎপুর এলাকায় একটি বাইকে হেলমেট ছাড়া তিনজন বামনগোলা যাছিলো অপরদিকে বামনগোলা থেকে বাইক চালক যাচ্ছিল সে সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদশীরা।

Related Articles