রাজ্যের খবর
টিটাগড়ে টোটো চালককে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য এলাকায়
Toto driver shot at in Titagarh, Chanchalya area

The Truth Of Bengal: টিটাগড় আলি হায়দার রোডে টোটো চালককে লক্ষ্য করে গুলি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শনিবার সকালে টিটাগড় আলি হায়দার রোড মাঠ পাড়া এলাকায় এক টোটো চালককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ডান হাতে গুলি লেগে গুরুতর জখম অবস্থায় ওই টোটো চালক মেহবুব রাজা ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে চিকিৎসাধীন।
আক্রান্ত মেহবুব রাজা জানান, তিন মাস আগে বাড়ি নিয়ে পড়শি আমনের সঙ্গে ঝামেলা হয়েছিল। এদিন সকালে আমন দুই যুবককে এনে তাঁকে চিনিয়ে দেয়। ওদের মধ্যে একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানার পুলিশ ওমর আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
FREE ACCESS