রাজ্যের খবর

জগৎবল্লভপুরে বাঘের আতঙ্ক, ঘুম উড়েছে বাসিন্দাদের

Tiger scare in Jagatballabhpur, residents lose sleep

Truth Of Bengal: হাওড়া: বাঘের আতঙ্কে ঘুম উড়েছে হাওড়ার জগৎবল্লভপুরের প্রতাপপুর মোল্লাপাড়ায়। মশাল জ্বেলে রাতে বসেছে রাত পাহারা। বনদফতরের দাবি বাঘ নয়, এটা সম্ভবত বড়ো আকারের বাঘরোল। এখন বাঘরোল ধরতে পাতা হয়েছে খাঁচাও। গত দু’দিন ধরে জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপপুর মোল্লাপাড়া এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের বাসিন্দা শেখ সিকান্দার বলেন, ‘রাতে আমরা পাহারায় বেরিয়েছি, তার কারণ বাচ্চারা এখানে খেলাধূলা করে।

সবাই মিলে আতঙ্কে মশাল নিয়ে বেরিয়েছি। রাতের দিকে আতঙ্ক বেশি লাগছে। কিছু যাতে না হয় তার জন্যই বেরোনো। পুলিশ এবং বনদফতরকে জানানো হয়েছে। পুলিশ এসেছিল। বনদফতরও এসেছিল। বনদফতর খাঁচা পেতে গিয়েছে। তবে খাঁচায় এখনও কিছু ধরা পড়েনি। আমারা খুবই আতঙ্কিত।’ এদিকে, বনদফতর ও পুলিশের তরফে গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়া এবং আতঙ্ক না ছড়ানোর আবেদন জানানো হয়েছে। তারপরেও রাত জেগে মশাল জ্বালিয়ে পাহারা দিচ্ছেন এলাকার মানুষ।

Related Articles