পানিহাটিতে গঙ্গা স্নান করতে নেমে নিখোঁজ তিন কিশোর, চলছে তল্লাশি
Three teenagers who went down to bathe in the Ganga in Panihati, are missing, search is on

The Truth Of Bengal: বন্ধুদের সঙ্গে রং খেলার পর গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোর। ঘটনাটি ঘটেছে সোমবার খড়দহ থানার পানিহাটির আশ্রম ঘাটে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কিশোরের পরিবারসহ গোটা এলাকায়।
সূত্রের খবর, সোমবার খড়দহ থানার পানিহাটির আশ্রম ঘাটে বন্ধুদের সঙ্গে রঙ খেলার পর গঙ্গা স্নান করতে নামে চার বন্ধু। মঙ্গলবার হঠাৎই গঙ্গায় বান এলে তলিয়ে যায় চার কিশোর। একজন সাঁতরে পারে এলেও, তলিয়ে যায় বাকিরা। নিখোঁজ কিশোরদের নাম আদিত্য সাউ, নিরজ রজক এবং রনি। প্রত্যেকেরই বয়স ১৪-১৫ বছরের মধ্যে। তিনজনেরই বাড়ি আগরপাড়ার শ্যামাদাস ব্যানার্জী স্ট্রিট এলাকায়।
এদিকে ইতিমধ্যেই নিখোঁজ কিশোরদের খোঁজে গঙ্গায় নেমে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু এদিন সন্ধ্যা পর্যন্ত তিনজনের খোঁজ পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। তবে এখনও নদীতে ডুবুরি নামিয়ে কিশোরদের তল্লাশি চলছে।