
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: সামনেই পয়লা বৈশাখ। তাই চৈত্র সেল উপলক্ষে বিভিন্ন শাড়ি থেকে শুরু করে পোশাকের দাম অনেকটা কমানো হয়েছে ব্যবসায়ীদের তরফে। তবুও ক্রেতাদের দেখা নেই। মূলত আর্থিক সমস্যার কারণেই পোশাক সামগ্রির দাম কম থাকলেও বাজারমুখী হচ্ছেন না ক্রেতারা।
সেই কারণে সমস্যায় পড়েছে বিভিন্ন পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা। নদিয়ার একাধিক বাজারের একই অবস্থা। প্রতিবছরই চৈত্র মাসে চৈত্র সেল উপলক্ষে বছরের জামা জিনিসপত্র প্রায় হাফ দামে বিক্রি করে দেন বিক্রেতারা। সেই জিনিসপত্র প্রতিবছর চাহিদা তথা বেশি পরিমাণে বিক্রি হলেও এবার সেই তুলনায় ক্রেতাদের দেখা অনেকটাই কম।
প্রতিদিনই খুচরো এবং পাইকারি ব্যবসায়ীরা দোকান খুলে বসছেন কিন্তু সেই পরিমাণে ক্রেতাদের দেখা নেই। বিক্রেতারা জানাচ্ছেন, জিনিসের দাম চৈত্র সেল উপলক্ষে প্রায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে তবুও সেই পরিমাণে বিক্রি হচ্ছে না। প্রতিবছরই এই চৈত্র মাসে তারা আশায় থাকেন তাদের জমা জিনিসপত্র বিক্রি করার। কিন্তু সেই ভাবে বিক্রি না হওয়ায় সমস্যায় পড়েছেন নদিয়ার বিক্রেতারা।