সিউড়ি পৌরসভার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে শুরু হল অমৃত টু প্রোজেক্টের কাজ
The work of Amrit Two Project has started to deliver drinking water to every house in Siuri Municipality

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : সিউড়ি পৌরসভার এলাকার জল কষ্ট মেটাতে অমৃত টু প্রজেক্ট এর মাধ্যমে বাড়িতে বাড়িতে জলপরী সেবার ব্যবস্থার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তব রূপ দিতে যে দিন। ইঞ্জিনিয়ার সহ পৌরসভার আধিকারিকরা পরিদর্শন করলেন মূলত সিউড়ি গ্রীষ্ম আসলে জল স্তর নেমে যাওয়ার পর বিভিন্ন সময় দেখা যায় সেগুলি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জল সংকট আর এবার সেই জনসংকট মেটাতে বাড়িতে জলের কানেকশন মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল দেওয়ার উদ্যোগে রাজ্য এবং কেন্দ্রের সহযোগিতায় অমৃত টু প্রোজেক্টের মাধ্যমে তা সরবরাহ করা হবে এদিন বীরভূম জেলার সিউড়ি পৌরসভার মোট সাতটি জায়গায় রিজার্ভার করা হবে এমনটাই সূত্রের খবর যা এখন থেকেই কাজ শুরু হয়ে গেছে। মূলত বাসিন্দাদের আর জল পেতে পাড়ার একটি কলে লম্বা লাইন দিতে হবে না।
এবার থেকে পরিবার কিছু বাড়িতে একটি করে পানীয় জলের কল পাবেন আর সেই কল থেকে সরবরাহ হবে পানীয় জলের বীরভূম জেলার যে এখনো পর্যন্ত যে সরবরাহ করা হয় পানীয় জল সেই জল থেকে বঞ্চিত সিউড়ির বেশ কয়টি ওয়ার্ড বারবার বারবার প্রশ্নচিহ্নের মুখে পানীয় জলের অভাবে পৌরসভা ভোট প্রচার হোক বা কোন বার্তা নিয়ে প্রচার করতে গেলে কাউন্সিলর এবং চেয়ারম্যানদের কাছে প্রথম অভিযোগ জমা করে পানীয় জল নিয়ে আর এবার সেই অভিযোগ মেটাতেই অমৃত 2 প্রজেক্ট এর জল সরবরাহ খুব দ্রুত সিউড়ি বাসিন্দা কে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিউড়ি পৌরসভা।
এদিন পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানান খুব দ্রুত কাজ হবে এবং প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে এই জলের কানেকশন দেওয়া হবে। এবং পরিশুদ্ধ পানীয় জল পাবে যাতে পান করতে পারে ওয়ার্ডের মানুষ। এবং এই কাজের জন্য সময় লাগলেও এখন থেকে তা রিজার্ভারের কাজ শুরু হয়ে গেছে সিউড়ি পৌরসভার জন্য প্রায় ৭ থেকে ৮ টি রিজার্ভ বার করা হচ্ছে ইতিমধ্যে যেখান থেকে জল সরবরাহ করা হবে সিউড়ি পৌরসভা তাদের মধ্যে রয়েছে খটঙ্গা তিলপাড়া হাট জন বাজার পুলিশ লাইন বড় বাগান সহ বেশ কয়টি জায়গায় কাজ শুরু হয়ে গেছে কেন্দ্রের রাজ্যের আধিকারিকরা হাজির হন।