রাজ্যের খবর

উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারডুবি বঙ্গোপসাগরে

The trawler sank in the Bay of Bengal due to the stormy waves

The Truth Of Bengal: ফের ট্রলারডুবি বঙ্গোপসাগরে। সমুদ্রে আচমকা আসা উত্তাল ঢেউয়ের টাল সামলাতে না পেরে উল্টে যায় ট্রলারটি। তাতে ছিলেন ১৪ জন মৎস্যজীবী। উদ্ধার করা হয়েছে সকল মৎস্যজীবীকেই। রবিবার সকালে পাথরপ্রতিমা থেকে সাগরে মাছ ধরতে রওনা দিয়েছিল ‘এফ বি দশভুজা’ নামের ট্রলারটি। ১৪ জন মৎস্যজীবী ছিলেন তাতে। বাঘের চর দ্বীপের কাছে আসতেই সমুদ্রের উত্তাল ঢেউয়ের মুখোমুখি পড়ে ট্রলারটি।

ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে ১৪ জন মৎস্যজীবী নিয়ে উল্টে যায় ট্রলারটি। অকুস্থল থেকে কিছু দূরেই ছিল ‘মা লক্ষ্মী’ নামের অপর একটি ট্রলার। এই ট্রলারের সহযোগিতায় উদ্ধার করা হয় ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের। ট্রলারটির কোন খোঁজ না মিললেও নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয় মৎস্যজীবীদের। উল্লেখ্য, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরেই চলছে লাগাতার বৃষ্টি। জলস্তর বাড়ছে বিভিন্ন নদীর। এই মুহূর্তে নিম্নচাপটি ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। সেখানে বাঁধ থেকে জল ছাড়া শুরু হয়েছে।

যার কারনে বন্যার আশঙ্কা তৈরী হয়েছে। কিছুদিন আগেও খারাপ আবহাওয়ার কারনে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া, যার কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছিল মৎস্যজীবীদের। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। এর পরেই ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন পাথরপ্রতিমার মৎস্যজীবীরা। তারপরেই ঘটে এই দুর্ঘটনা।