স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল,স্বচ্ছতায় জোর শিক্ষা দফতরের
The State Education Department has consolidated the undergraduate admission process

The Truth of Bengal: স্নাতকে ভর্তি প্রক্রিয়াকে একত্রিত করল রাজ্য শিক্ষা দফতর। চালু করা হল অনলাইন পোর্টাল। একসঙ্গে ২৫টি কলেজে ভর্তির আবেদন করা যাবে। ২৪জুন থেকে এই অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। অভিন্ন পোর্টালের উদ্বোধন করে এমনটাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ফলে এখন এক ক্লিকেই পড়ুয়ারা ভর্তির আবেদনের যে সুযোগ পেয়ে যাবেন তা বলাই যায়।
৮মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে।তারপর প্রায় ১মাস কেটে গিয়েছে।এবার স্নাতকে ভর্তির তোড়জোড় চলছে।এই অবস্থায় পড়ুয়াদের সুবিধার জন্য ডিজিটাল পদ্ধতিতে নতুন দরজা খুলে দিল উচ্চ শিক্ষা দফতর। কেন্দ্রীয়ভাবে আবেদনের সুযোগ তৈরি করতে চালু করা হল পোর্টাল। দেশের মধ্যে প্রথম এই রাজ্যে এই পন্থা নেওয়া হল। অফিসিয়াল সেন্ট্রালাই়ড পোর্টালের মাধ্যমে একসঙ্গে ২৫টি কলেজে আবেদন করা যাবে।এমনকি একই কলেজ বা অন্যান্য কলেজের মোট ২৫টি কোর্সে আবেদন করার সুযোগ তৈরি করা হয়েছে।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় পোর্টালের উদ্বোধন করেন। এবার থেকে আর কলেজে ভর্তির জন্য আলাদা আলাদা কলেজের ছাত্র সংসদ, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত ১৬ টি বিশ্ববিদ্যালয়, ৪৬১ টি কলেজ, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং স্নাতকস্তরের ৭২১৭ টি কোর্সে ভর্তিপ্রক্রিয়া চালানোর জন্য।
অনলাইন পোর্টালের মাধ্যমে যে কোনও স্বীকৃত বোর্ডে থেকে উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনও জায়গা থেকে রাজ্যের ৪৬১ টি কলেজে পছন্দের এক বা একাধিক কলেজে আবেদন করতে পারবেন। একাধিক কোর্সেও আবেদন করা যাবে। ২৪ জুন থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে। সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত কলেজগুলি, সংখ্যালঘু কলেজগুলি, বি.এড কলেজগুলি, অন কলেজগুলি এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধীন চারুকলা এবং পারফর্মিং কারুশিল্প, নৃত্য, কলেজ,কোর্স,প্রোগ্রামগুলি।