রাজ্যের খবর
হাওড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির ছাদ! মৃত ১, উত্তেজনা এলাকায়
The roof of the old house collapsed in Howrah! Dead 1, tension area

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : হাওড়ার কোনায় পুরনো বাড়ির ছাদের চাঙর ভেঙে পড়ে মৃত্যু বৃদ্ধার। আজ ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে কোনা চৌধুরীপাড়া এলাকায়।
জানা যায়, গতকাল রাতে কালবৈশাখী ঝড় এবং প্রচণ্ড বৃষ্টির কারণে এই দুর্ঘটনা। ঘরের বিছানায় শুয়ে ছিলেন সেই সময় আচমকাই ছাদের চাঙর ভেঙে পড়ে মৃত্যু হয় বছর সত্তরের মমতা চৌধুরী নামের ওই বৃদ্ধার। প্রচন্ড শব্দ শুনে পাশের ঘরে থাকা মহিলার স্বামী বীরেন্দ্রনাথ চৌধুরী ঘরে গিয়ে দেখেন ছাদের চাঙর ভেঙে পড়েছে খাটের উপর। এরপরেই আশেপাশের প্রতিবেশীদের সাহায্যের জন্য ডেকে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সহ লিলুয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।