রাজ্যের খবর

কথা দিয়ে কথা রাখেনি রেল কর্তৃপক্ষ, চাকরির দাবীতে পথ অবরোধ চাকরী প্রার্থীদের

The railway authorities did not keep their word, blocked the way of the job seekers demanding jobs

The Truth Of Bengal: কথা দিয়ে কথা রাখেনি রেল কর্তিপক্ষ তাই রেলে চাকরির দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের বাজকুলে।

সূত্রের খবর, ভারতীয় রেলে কর্মসংস্থানের দাবিতে ১১৬ বি দীঘা-নন্দকুমার জাতীয় সড়কের বাজকুলে, স্থানীয় মানুষজনের বিক্ষোভের জেরে প্রায় আধ ঘণ্টার জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক। জানা গেছে- ভারতীয় রেল 2010 সালে রেললাইন সম্প্রসারণের জন্য ‘দেশপ্রাণ রেল প্রকল্পে’ যে জমি অধিগ্রহণ করেছিলেন, সেই সমস্ত জমি’র মালিকের পরিবারের একজন করে সদস্যকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিছু জনের কর্মসংস্থান হলেও পরে ওই প্রকল্প বন্ধ হয়ে যায়যায়। কেউ কেউ জমির মূল্যের কোন টাকা পায়নি। কেউ আবার ৮০ শতাংশ টাকা পেলেও ২০ শতাংশ টাকা পায়নি। এবার নতুন করে ‘দেশপ্রাণ প্রকল্প’ শুরু হলেও যারা কর্মসংস্থান পাইনি, তারা তাদের কর্মসংস্থানের আবেদন করতেই কর্তৃপক্ষ তাদের কোর্টে যাওয়ার নিদান দেন। এরপরে জাতীয় সড়ক অবরোধ করে, কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ দেখায় জমি দেওয়া মানুষজন।

এরপর অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাজকুল থানার পুলিশ। অবশেষে রেলের আধিকারিকদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। নিঃশর্তভাবে কর্মসংস্থান না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলন ও রেল প্রকল্পের কাজ বন্ধের হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধ জনতা।

FREE ACCESS

Related Articles