দেশরাজ্যের খবর

মাত্র ২ ঘণ্টায় অপরাধীদের ধরেছে পুলিশ, ধরতে পারেনি কর্ণাটক পুলিশ, কেন এমন বললেন মমতা ?

The police caught the criminals in just 2 hours, the Karnataka police could not catch them, why did Mamata say that?

The Truth Of Bengal : ফের বড়সড় সাফল্য রাজ্য পুলিশের। বেঙ্গালুরুর রামেশ্বরমে ক্যাফে বিস্ফোরণকাণ্ডে মাত্র ২ ঘন্টায় কাঁথি থেকে সন্দেহভাজনদের পাকড়াও করল রাজ্য পুলিশ। সন্দেহভাজনরা বাংলায় লুকিয়ে ছিল। কর্ণাটক পুলিশ ধরতে না পারলেও বাংলার পুলিশ তাদের গ্রেফতার করেছে।

শুক্রবার সকালেই কাঁথি থেকে ২অভিযুক্তকে ধরা হয়। ১মার্চ বেঙ্গালুরুতে বিস্ফোরণে কমপক্ষে ১০জন আহত হয়। সেই ঘটনায় অভিযুক্তদের ধরার জন্য পুলিশ তদন্তে গতি বাড়ায়। কর্ণাটকের ঘটনায় কারা কারা জড়িত তার খোঁজ চলে।সেইমতো শুক্রবার সাফল্য মেলে। বিস্ফোরণকাণ্ডে আবদুল মাথিন আহমেদ ত্বহা ও মুসাভির হুসেন শাজিবকে গ্রেফতার করা হয়।

Related Articles