রাজ্যের খবর

শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে নবনির্মিত এনবিএসটিসির বাসট্যান্ডের উদ্বোধন হল

The newly constructed NBSTC bus stand was inaugurated at Tinbatti intersection in Siliguri

Truth Of Bengal: শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে নবনির্মিত এনবিএসটিসির বাসট্যান্ডের উদ্বোধন হল। এদিন নির্মিত বাস স্ট্যান্ডের প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন এমবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ শিলিগুড়ি মহকুমা শাসক ট্রাফিক ডিএসপি ও পুরসভার মেয়র পরিষদেরা।মূলত শহর শিলিগুড়িকে যানজট মুক্ত করতে উদ্যোগী হন মেয়র গৌতম দেব।

এরপরেই শহরে চলাচলকারি বেসরকারি বাসগুলিকে শহর থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি। সেই লক্ষ্যে তিনবাত্তি মোরে এমবিএসটিসির পরিতক্ত জায়গায় তৈরি করা হয় একটি বাস স্ট্যান্ড। সেখান থেকেই এই বেসরকারি বাসকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা। তবে নানান জটিলতার কারণে বেসরকারি বাসকে পাশ কাটিয়ে আপাতত সরকারি বাসই এই বাস স্ট্যান্ডে চালাবার সিদ্ধান্ত নেয় পুরসভা ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর।

আপাতত নতুন বাসস্ট্যান্ড থেকে পানিট্যাঙ্কি,নকশালবাড়ি,খড়িবাড়ি ও পাহাড়গুড়িয়া,এই চারটি রুটে মোট বারোটি বাস চালানোর হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন আগামীতে আরো বেশ কিছু সরকারী বাসকে এই বাস স্ট্যান্ড থেকে চালানো হবে পরবর্তীতে আলোচনার ভিত্তিতে বেসরকারি বাস চালানোর বিষয় নিয়ে ভাবা হবে। অপরদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন আজ থেকে এই বাস স্ট্যান্ড থেকে চারটি রোডে বাস পরিষেবা চালু হচ্ছে। আর যতদিন এভাবে আমাদের রুট সংখ্যা বাড়তে থাকবে। আর আমরা ভাবনা চিন্তা করে নিয়েছি শর্ট টুটের গাড়িগুলো এখান থেকেই চালাবো।

Related Articles