রাজ্যের খবর

গুণধর ছেলের কীর্তি! মায়ের রক্তাক্ত দেহ প্লাস্টিকে মুড়ে বাড়িতে ফেলে রাখল ছেলে

The merit of the son! The mother's bloody body was wrapped in plastic and left at home by the son

The Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী : মহেশতলা ১৯ নম্বর ওয়ার্ডের আকড়া জগন্নাথ নগর পশ্চিম পুকুরপাড় এলাকায়।স্থানীয়দের অভিযোগ মাকে খুন করে প্লাস্টটিকে মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখে ছেলে ও বৌমা। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলাকে। দুর্গন্ধ বের হতে থাকে বাড়ির ভিতর থেকে। এলাকাবাসী খবর দেয় মহেশতলা থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে। পুলিশ দেহ বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে, মৃত বলে ঘোষণা করে ডাক্তার। ঘটনা জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভা নাথ তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে। ছেলে বিজয় নাথের বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি।প্রায় সময় মাকে ও বোনকে মারধর করত বলে এলাকাবাসীর অভিযোগ।বোন পড়াশোনা করার জন্য বাইরে থাকে। মাকে ঘর থেকে বার করে দেয় বারান্দায়। মাকে ঘর থেকে বার করে ঘরের মধ্যে তারা স্বামী স্ত্রী থাকতেন।প্রায় সময় জমি জায়গা নিয়ে মা ও ছেলের মধ্যে অশান্তি হতো বলে অভিযোগে স্থানীয়দের। সম্পত্তির কারণেই মাকে খুন,নাকি অন্য কিছু, সেই প্রশ্নই উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পাশাপাশি প্রথমে ছেলে ও বৌমাকে আটক করে নিয়ে যায় মহেশতলা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ছেলে ও বৌমাকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles