রাজ্যের খবর

ভক্তির কাছে ‘দানা’র হার! মধ্যরাতে সাড়ম্বরে অনুষ্ঠিত রাধাকুন্ডের স্নান যাত্রা

The loss of 'grain' to Bhakti! Snan Yatra of Radhakunda held at Sambar at midnight

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: বৃহস্পতিবার মধ্য রাত বারোটায় অনুষ্ঠিত হলো বৃন্দাবনের রাধা কুন্ডের স্নান যাত্রা উৎসব উপলক্ষে নবদ্বীপেও গঙ্গা স্নান। এই অনুষ্ঠান উপলক্ষে প্রশাসনের তরফে ছিলো কড়া নজরদারি,  ছিলো জলপথেও প্রশাসনের নজরদারি। নবদ্বীপ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা সজ পূর্ব বর্ধমানের একাধিক এলাকা থেকে অসংখ্য ভক্ত সমাগম হতে দেখা গেলো বৃহস্পতিবার রাত এগারোটা থেকেই।

শহরের বিভিন্ন গঙ্গার ঘাটগুলোতে হলে ধর্মীয় আচার অনুষ্ঠান, হরিনাম সংকির্ত্তন হস গঙ্গা আরতিও। পাশাপাশি শহরের সুদর্শন মন্দিরের রাধা কুন্ড, শ্যাম কুন্ডুতেও দেখা গেলো অসংখ্য ভক্ত সমাগম। সেখানেও আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠানের, চলে গঙ্গা আরতিও, অনুষ্ঠান শেষে পবিত্র স্নান করতে দেখা যায় ভক্তদের।

বয়স সত্তোরের কৃষ্ণ নগরের বাসিন্দা আশালতা মন্ডল জানান প্রতি বছরই তারা নবদ্বীপে এই বিশেষ দিনে গঙ্গা স্নানে আসেন, এ বছরও তারা পনেরো জন টোটো ভারা করে এসেছেন, কারো বয়স একাত্তর, তো কারো সত্তোর, তারা জানান এই পবিত্র দিনে গঙ্গা স্নান করতেই তাদের আসা।

Related Articles