শিলিগুড়িতে ঘরের মধ্যে থেকে সপ্তম শ্রেনীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
The hanging body of a seventh standard girl was recovered from the house in Siliguri

The Truth Of Bengal: শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালি নিরঞ্জননগর কলোনিতে ঘরের মধ্যে থেকে সপ্তম শ্রেনীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ওই ছাত্রীর নাম সুইটি দাস। সে শিলিগুড়ি ঘোঘোমালি হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
জানা গিয়েছে গতকাল স্কুল ফাঁকি দিয়ে পাশের বাড়ির বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়েছিল সুইটি।এই নিয়ে বকাবকি করেছিল বান্ধবীর মা। এরপর বাড়িতে ঠিকঠাকই ছিল সে। এবং এদিন পরিবারের সদস্যরা ঘরের মধ্যে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। এই দেখে তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ।
এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কি কারণে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করল তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ।