রাজ্যের খবর

সৌরভের ইস্পাত কারখানার ঘোষণা খুশির আমেজ শালবনিতে

Steel factory

The Truth Of Bengal: পশ্চিম মেদিনীপুরের শালবনীতা তৈরি হবে ইস্পাত কারখানা। আড়াইহাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই কারখানা। স্পেনে শিল্প বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় একথা ঘোষণা করেন।শিল্পের জন্য বাম আমলে শালবনিতে প্রায় সাড়ে চার হাজার একর জমি নেয় জিন্দাল গোষ্ঠী। প্রথমে ঠিক হয় ইস্পাত কারখানা হবে। পরে তা স্থগিত রেখে সিদ্ধান্ত হয় সেখানে সিমেন্ট কারখানা তৈরি করবে জিন্দাল গোষ্ঠী।

২০১৬ সালে জানুয়ারিতে সেই সিমেন্ট কারখানার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে সেই সাড়ে চার হাজার জমির মধ্যে মাত্র ১৩৪ একর জমিতে তৈরি হয় সিমেন্ট কারখানা, উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ইস্পাত কারখানা তৈরি হলে প্রচুর কর্মসংস্থান হবে সেই আশায় বুক বাঁধেন শালবনিবাসী। কিন্তু দীর্ঘ বছর  অব্যবহিত অবস্থায় পড়েছিল সেই জমি। এরপর জিন্দাল গোষ্ঠী থেকে সেই জমি নিয়ে নেয় রাজ্য সরকার।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘোষণের পরই খুশি জমিদাতারা।দীর্ঘদিন ধরেই এই প্রকল্পের প্রস্তুতি চলছিল বলেই জানান সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাজ্য সরকারি সহযোগিতার পরে ছাড়পত্র মিলেছে এই প্রকল্পের। খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। কর্মসংস্থান হবে প্রায় বারো হাজার মানুষের। একই সঙ্গে আগামীদিনে বাংলার শিল্প জগতেও এক অভূতপূর্ব সারা জাগাবে এই শালবনির এই নয়া ইস্পাত কারখানা।

Related Articles