রাজ্যের খবর

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, ব্যবস্থা খতিয়ে দেখলেন প্রশাসনের আধিকারিকরা

Gangasagar Mela

The Truth of Bengal: আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। মেলার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকরা মেলা আয়োজনের প্রস্তুতির খতিয়ে দেখেছেন। বুধবার গঙ্গাসাগরে পৌঁছে লট ৪-এর মেলা মাঠের অবস্থা এবং মেলার চলমান কাজ পর্যালোচনা করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সৌমিত্র ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক (অভ্যন্তরীণ নিরাপত্তা) সুমনকুমার ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী আধিকারিক দেবব্রত বসু প্রমুখ।

মেলার প্রস্তুতি সম্পর্কে আধিকারিকরা জানান, মেলা মাঠের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদির বিষয়ে মনোযোগ দেওয়া হচ্ছে। মেলা মাঠে ৪০০টি সারিবদ্ধ টয়লেট নির্মাণ করা হচ্ছে। মেলায় প্রায় ৫০০০ স্বেচ্ছাসেবক কাজ করবেন। গতবারের তুলনায় এবার পূণ্যার্থীর সংখ‌্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই শুরু থেকেই পিলগ্রিম ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেমকে কাজে লাগতে চায় প্রশাসন।

বাবুঘাট সহ সব প্রান্ত থেকে সাগরযাত্রীদের জন্য ব্যবহৃত সরকারি ও বেসরকারি গণপরিবহনে ট্র্যাকিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। নজরদারির জন্য চালু করা হচ্ছে মেগা কন্ট্রোলরুমও। মেলা চলাকালীন পূণ্যার্থীদের জন্য ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার জন্য জেলায় ১০টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়াও মেলা মাঠে ১০০টি ফার্স্ট এইড পয়েন্ট থাকবে। মেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোতায়েন করা হবে ১০০০ অতিরিক্ত পুলিশ। এছাড়াও মেলা চলাকালীন জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Related Articles