কলকাতারাজ্যের খবর

আরজি কর কান্ডের প্রতিবাদে স্বাস্থ্যভবন অভিযান চিকিৎসকদের

Swasthyo Bhaban Abhiyan of doctors to protest against RG Kar Case

Truth Of Bengal: আরজি করের চিকিত্সককে নির্যাতন ও খুনের ঘটনার বিচার চেয়ে পথে নামেন জুনিয়র চিকিত্সকরা।সিজিও থেকে স্বাস্থ্যভবন মিছিল করে যান তাঁরা। রাজপথে প্রতিবাদ-এ মিছিলের পাশাপাশি স্বাস্থ্যভবনে ডেপুটেশন দেন আন্দোলনকারীরা। অন্যদিকে, ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আড়ালে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।থাকবেন শুভেন্দু অধিকারী। পতাকাহীন আন্দোলনের পিছনে রংয়ের ছোঁয়া কেন, প্রশ্ন নাগরিকদের একাংশের।

আরজি করের তরুণী চিকিত্সকের অকালমৃত্যু প্রতিবাদের গর্জন বাড়িয়েছে। দলমত নির্বিশেষে মানুষ স্বপ্নসন্ধানীর স্বপ্নকে হত্যার বিরুদ্ধে মুখর। যারা এই তরতাজা চিকিত্সকের প্রাণ কেড়ে নিয়েছে সেই ঘাতকের ফাঁসি চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এখন সিবিআই রহস্যেমোড়া হত্যাকাণ্ডের কিনারা করতে যুদ্ধকালীন তত্পরতা বাড়িয়েছে। সুপ্রিমকোর্ট বৃহস্পতিবারের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে।

তার  মাঝেই বুধবার জুনিয়র ডাক্তাররা ‘উই ওয়ান্ট জাস্টিস’ দাবিতে পথে  নামে। হাতে প্ল্যাকার্ড আর মুখে স্লোগান মুখরিত করে রাজপথকে। উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড স্লোগান আর অপরাধীদের মুখোস খোল, রাস্তায় আজ হাল্লাবোল প্ল্যাকার্ড বুকে নিয়ে সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন। জুনিয়রদের পাশাপাশি সিনিয়ররাও গলা মেলান সেই সংগঠিত মিছিল থেকে। সিবিআইয়ের দফতরের সামনে হাজির জুনিয়র ডাক্তাররা  তদন্তের গতিপ্রকৃতি জানতে সরব হন। উল্লেখ্য, বুধবারও এই সিজিওতে সন্দীপ ঘোষকে লাগাতার জেরা চালায় তদন্তকারীরা।

এরপর আন্দোলনকারীরা সোজা স্বাস্থ্যভবনের দিকে মিছিল করে চলে যান। ৩৫জনের প্রতিনিধি স্বাস্থ্যভবনের ভিতরে গিয়ে দেখা করেন। কয়েকদিন বর্তমান অধ্যক্ষ সুহৃতা পাল হাসপাতালে না আসায় তাঁকে আরজি করে ফেরানোর দাবিও ওঠে এদিকে,আরজি কর হাসপাতাল চত্বরে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে সরব হন চিকিত্সকরা। একইসঙ্গে তাঁরা জানান, যদি অপরাধীরা গ্রেফতার হয় তবেই সুপ্রিম আবেদন মেনে তাঁরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করতে পারেন বলে আভাস দেন।

তবে মোটের ওপর আরজিকরে পরিষেবার উন্নতি হয়েছে। আগের তুলনায় হয়রানি কমেছে। চিকিত্সকরা কর্মবিরতি করলেও পরিষেবা দেওয়া হচ্ছে বলে রোগীরা জানিয়েছেন। চিকিত্সকদের আন্দোলনে কোনও আপত্তি নেই,তাঁরা মানবিক কারণে পরিষেবা দিন,চাইছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Related Articles