Success Story: পাটের তৈরি পশুপাখি দিয়ে সাজছে ঘর, দূষণ রুখতে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে সত্যেন্দ্রনাথ
Success Story: The house is decorated with animals made of jute, Satyendranath uses environment-friendly materials to prevent pollution

The Truth Of Bengal : উত্তর দিনাজপুর : সত্যেন মহন্তঃ : দেখে মনে হবে আসল তবে না পাট দিয়েই তৈরি হচ্ছে ঘর সাজানোর একের পর এক বন্য পশু পাখি। যার মধ্যে রয়েছে হরিণ, ,ময়ূর , বাঘ,সিংহ , হাতি,ইদুর , জিরাফ, কাবেড়ালি ,পেঁচা,
বিভিন্ন পশু পাখি সহ টুপি, কোর্ট,পাপস, আসন । পাটের তৈরি এই পশুপাখি দিয়ে সাজছে ঘর। বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে জুটের সামগ্রী। দূষণ রুখতে পরিবেশবান্ধব পাটের সামগ্রী ব্যবহার বাড়াতে উৎসাহ জোগাচ্ছে সরকার। তাই বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ২০ বছর ধরে নিজের বাড়িতেই একের পর এক পাটের জিনিস বানিয়ে চলছেন হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথ রায়। তার তৈরি এই পাটের সামগ্রী মুম্বাই ,আমেরিকা সহ ব্যাঙ্গালোরেও পাড়ি দিচ্ছে।
সত্যেন্দ্রনাথ রায় জানান, চাষবাসের পাশাপাশি অবসর সময়ে তিনি মাঠ থেকে কিংবা বাজার থেকে পাট কিনে নিয়ে তা দিয়ে সুতো বের করে বিভিন্ন ধরনের পশু পাখির শোপিস তৈরি করে থাকেন। বাজার থেকে ভাল মানের বোম পাট দিয়েই তাঁর এই সামগ্রীগুলো তিনি তৈরি করে থাকেন। প্রায় ৫ হাজার টাকা কুইন্টাল দরে পাট কিনে নিয়ে এসে। সত্যেন্দ্র নাথ বাবু পাট দিয়ে তৈরি করে ফেলেছে গায়ে দেওয়া কোর্ট, মাথায় পড়া টুপি,ঘরের মেঝেতে রাখা পাপস, এই পাটের সামগ্রী গুলো ৫০ টাকা থেকে ২৫০/৩০০ এমন কি পাঁচশো হাজার টাকা দামে বিক্রি করা হয়। এছাড়া সত্যেন্দ্রনাথ বাবুর পাটের সামগ্রী গুলো বিভিন্ন সরকারি, বেসরকারি হস্তশিল্প মেলায় নিয়ে গিয়ে বিক্রি করেন তিনি। তিনি আরও বলেন সরকার হস্তশিল্পী ভাতা দিয়ে থাকলেও তার ভাতা এখন হয়নি। সময় সঙ্গে পাল্টাচ্ছে মানুষের চিন্তা ভাবনা। জেলার এই সোনালী ফসল দিয়েই তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবহার্য সামগ্রী। ইট পাথর এ ঘেরা শহরের মানুষগুলো একটু প্রকৃতির ছোঁয়া চায়। মানুষের প্রকৃতির কাছাকাছি থাকার চাহিদা যদি পূরণ হয় এই পাট দিয়ে তাহলে মন্দ হয় না! তাই শুধু দেশে নয়, বর্তমানে বিদেশেও পাড়ি দিচ্ছে সত্যেন্দ্রনাথ বাবুর হাতের তৈরি এই পাটের সামগ্রী।