এখনও অধরা সেখ শাহজাহান, আতঙ্কে পুরুষশূন্য সন্দেশখালি
Still elusive Sekh Shahjahan, manless Sandeshkhali with fear

The Truth Of Bengal: আতঙ্কের সন্দেশখালি এখন পুরুষ শূন্য। আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের মহিলাদের। সেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর বদলে গিয়েছে এলাকার পরিস্থিতি। এখনও থমথমে গোটা এলাকা। ঘটনার দিকে নজর রেখেছেন বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা। পাশাপাশি আকুঞ্জিপাড়া এলাকা সহ গোটা সরবেড়িয়া এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
বদলে গিয়েছে সন্দেশখালি এলাকার মানুষের জনজীবন। আতঙ্কের সন্দেশখালি এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে। আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের মহিলাদের। সেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার পর বদলে গিয়েছে এলাকার পরিস্থিতি। এখনও থমথমে হয়ে আছে গোটা এলাকা। আকুঞ্জিপাড়া এলাকা সহ গোটা সরবেড়িয়া এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাইরে থেকে আসা গাড়ি-মোটরবাইক থামিয়ে চলছে তল্লাশি। গত ৫ জানুয়ারি শুক্রবার কাকভোরে সন্দেশখালি সরবেড়িয়ার আকুঞ্জি পাড়ার গ্রামে হানা দিয়েছিল ইডি। শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছতেই রুখে দাঁড়ায় গ্রামবাসীরা। তারা চড়াও হয় ইডি আধিকারিদের ওপর। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। শুক্রবারের ঘটনায় এখনও পর্যন্ত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না গ্রামবাসীদের। আকুঞ্জিপাড়া এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বলে জানাচ্ছেন গ্রামের মহিলারা।
সেখ শাহজাহান এখনও অধরা। তিনি কোথায় আছেন? জানে না পুলিশ প্রশাসন। জানে না এলাকার লোকজন। তবে আইনের সাহায্য নিয়ে সেখ শাহজাহান গোটা পরিস্থিতি সামলে নেবেন বলে দাবি করেছেন তাঁর ভাই।
সন্দেশখালির ঘটনায় পৃথক তিনটি এফআইআর দায়ের হয়েছে ন্যাজ্যাট থানায়। তবে এখনও পর্যন্ত অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহাজাহান। এলাকায় মোতায়েন আছে বিরাট পুলিশ বাহিনী। মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং। গ্রামের পুরুষরা এলাকা ছাড়ায় আতঙ্ক সঙ্গে করে রয়ে গিয়েছেন মহিলারা। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা।
Free Access