রাজ্যের খবর
ধান কেনার জন্য মনিটরিং কমিটি গঠন রাজ্য সরকারের
State government forms monitoring committee to purchase paddy

Truth Of Bengal: জয় চক্রবর্তী: বিধানসভার অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ন্যায্য মধ্যে ধান কেনার ক্ষেত্রে দালাল চক্রের অভিযোগ আসে। মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এরপরে ন্যায্য মূল্যে ধান কেনার ক্ষেত্রে অনেকগুলো বিধি নিষেধ আরোপ করেছে সরকার। এবার জেলা থেকে ব্লক স্তরে মনিটরিং কমিটির গঠনের সিদ্ধান্ত। ধান কেনার ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা কি? তা এই মনিটরিং কমিটি দেখবে। এমনকি পারচেজ অফিসারের ভূমিকাও দেখবে এই কমিটি। ন্যায্য মধ্যে ধান কেনার ক্ষেত্রে দালাল চক্র ভাঙতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের