রাজ্যের খবর

ভেটেরান্স দিবসে প্রাক্তন সেনাকর্মী ও বীর নারীদের জন্য বিশেষ সম্মান সীমান্তে

Special honor for ex-servicemen on Veterans Day

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাটের প্রায় ৩০০ জন প্রাক্তন সেনা কর্মী ও তার স্ত্রীদের বিনামূল্যে মেডিকেল পরিষেবা ভারতীয় সেনার পক্ষ থেকে। তাদের মধ্যে যেমন নেভি, আর্মি, এয়ারফোর্সৈর যেসব অবসরপ্রাপ্ত সৈনিক রয়েছে এবং যেসব সৈনিক দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন সেই সব বীর নারীদের সম্মাননা শুভেচ্ছা জ্ঞাপন করলেন রাজপুতনা রাইফেলসের ১২২ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকরা।

আধিকারিক অনুপম সিং ক্যানেডিয়া, রাজপুতনা রাইফেলস এর সুবেদার বাবুলাল, প্রাক্তন সৈনিক মালেক মন্ডলের উদ্যোগে ভেটেরান্স দিবসে আজ উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার তেতুলিয়া হাই স্কুল মাঠে বিশেষ মঞ্চ তৈরি করে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাদেরকে একদিকে মঞ্চ তুলে বীর নারীদের নতুন বস্ত্র তথা সাল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় অন্যদিকে অবসরপ্রাপ্ত সৈনিকদের হাতে লাঠি দিয়ে বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন। রীতিমতো আজকে ভারতীয় সেনার পক্ষ থেকে যে বিশেষ ক্যাম্প করা হয়েছে ।

যারা বয়স জনিত কারণে ব্যারাকপুরে যেতে পারে না প্রাক্তন সৈনিক ও তার পরিবারের সদস্যরা অর্থাৎ বীরনারীদের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধে শহীদ হওয়া বীর সৈনিকদের স্ত্রী মাধবী হালদার রিনা মন্ডল বাসন্তী হালদার বলেন আজকে আমরা ভারতীয় সেনার পক্ষ থেকে সম্মাননা শুভেচ্ছা পেয়ে রীতিমতো আবেগাপ্লুত পাশাপাশি যেভাবে ঘরের দুয়ারে এসে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করলেন তাতে আমরা খুশি।

Related Articles