
The Truth of Bengal: বর্ষাকালে চাষে পর্যাপ্ত বৃষ্টির জল দরকার। যদি বৃষ্টি না হয়, তা হলে সমস্যায় পড়তে হয় চাষিদের। গত কয়েক বছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন সমস্যার মুখে পড়ে চলেছেন চাষিরা। সেই চাষিদের সুবিধার জন্য পশ্চিম বর্ধমানের কাঁকসার বিষ্ণুপুরে ২৬টি সৌরশক্তি চালিত সাবমার্সিবল পাম্প বসিয়েছিল জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর। যে পাম্প থেকে পাওয়া জল চাষের কাজে ব্যবহার করেন চাষিরা।
পাম্পগুলি এখন বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে চাষিদের কাছে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল হয়ে পড়ছে পাম্পগুলি। খুলে পড়েছে সোলার প্যানেল। আবার কোনওটাতে পর্যাপ্ত জল বের হচ্ছে না। সৌরশক্তি চালিত সাবমার্সিবলগুলির দায়িত্বে থাকা আধিকারিকদের একাধিকবার জানানো হলেও সমাধান হয়নি বলে দাবি চাষিদের। চাষের মরসুমে এখন সেই ভাবে বৃষ্টির জল পাননি চাষিরা। সেই চাষিদের দাবি, দ্রুত পাম্পগুলি সংস্কার করা হোক।
কাঁকসার এই এলাকায় চাষিদের বড় ভরসা বৃষ্টির জল। আর বৃষ্টির জল না পেলে ভরসা সাবমার্সিবল পাম্প। সেই চাষিদের সুবিধার জন্য বসানো হয়েছিল ২৬টি সৌরশক্তি চালিত সাবমার্সিবল পাম্প। তবে এই এতগুলি পাম্প বসানো হলেও যথাযথ রক্ষণাবেক্ষণ করা হতো না। তাই এখন পাম্পগুলি বেহাল হয়ে পড়েছে। এলাকার চাষ বাঁচিয়ে রাখতে হলে পাম্পগুলি দ্রুত সারিয়ে তোলা দরকার। চাষিদের এই মেনে দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।