
The Truth Of Bengal : দার্জিলিংয়ের সান্দাকফুতে বৃহস্পতিবার বিকেল থেকে তুষারপাত শুরু হয়। এদিন পাহাড়ের বিস্তীর্ণ এলাকার তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি নেমে যায়। এর ফলে মিরিকের সুখিয়া-সীমানা অঞ্চলে শিলাবৃষ্টি শুরু হয়। অপরদিকে সান্দাকফু এলাকায় তুষারপাত শুরু হয়। এতে পর্যটকরা বেশ উৎসাহিত হন।
তুষারপাতের ফলে সান্দাকফুর বিভিন্ন এলাকা সাদা বরফের চাদরে ঢেকে যায়। পর্যটকরা বরফের মধ্যে হাঁটাচলা, স্লেজিং, এবং অন্যান্য খেলাধুলা উপভোগ করেন। এছাড়াও তারা বরফের মধ্যে সেলফি তোলেন এবং ভিডিও ধারণ করেন।
শুধু দার্জিলিং নয়, কালিম্পং জেলাতেও তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ায় কনকনে ঠান্ডা শুরু হয়েছে। এতে জনজীবনে কিছুটা অসুবিধা দেখা দিয়েছে। তবে পর্যটকরা এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও দার্জিলিং এবং কালিম্পং ভ্রমণের পরিকল্পনা করছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই ঠান্ডা আবহাওয়া অব্যাহত থাকবে।
FREE ACCESS