রাজ্যের খবর

উচ্ছেদের বিরুদ্ধে অবস্থা, বিকল্প বাসস্থানের দাবির জোরদার

Situation against eviction, strengthening demand for alternative accommodation

Truth of Bengal : নোটিশ জারি হতেই  ছড়ায় আতঙ্ক। আশঙ্কা বাড়ে ঠাঁই হারা হওয়ার। ৫০বছর ধরে বাস করার পর এখন উচ্ছেদ হওয়ার ভয় তাড়া করে বেড়াচ্ছে ওঁদের। বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের লোকো আমবাগান এলাকায় দীর্ঘদিন ধরে বাস করছে ৫০ থেকে ৬০টি পরিবার।

রেলের জায়গায় বসবাসকারী মানুষগুলোর এখন রাতের ঘুম ছুটে গেছে, কারণ তাঁরা মনে করছেন, যেকোনও সময় রেল বুলডোজারের হানায় তছনছ করে দিতে পারে তাঁদের সুখের সংসার, নীড়হারা হয়ে ছিন্নমূল হওয়ার মতো অবস্থাও তৈরি হতে পারে। রেল প্রশাসনের স্বৈরাচারি সিদ্ধান্ত তাঁরা মানবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাঁদের দাবি,তাঁরা গরিব মানুষ,জায়গা কেনার ক্ষমতা নেই। তাই বিকল্প ঠাঁই না পেলে এই ঠিকানাকে আঁকড়ে ধরে আন্দোলনের স্বরগরম করতে চান।

পূর্ব বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষের নেতৃত্বে  স্থানীয়রা রুখে দাঁড়ান। রেল পুলিশ গাজোয়ারি করতে তার বিরুদ্ধে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন রেলপারের বাসিন্দারা। তৃণমূল কংগ্রেস বলছে, সবার মাথার ওপর ছাদ তৈরি করতে,রাজ্য সরকার প্রকল্প নিয়েছে। বাংলার বাড়ি প্রকল্প নেওয়া হয়েছে। কেন্দ্র গৃহহারাদের বাড়ি তৈরির অর্থ দিচ্ছে না।

রাজ্যই সাধ্যমতো প্রকল্প রূপায়ণ করছে।এখন রেলকলোনীর বাসিন্দাদের পুনর্বাসন বা বিকল্প বাসিন্দাদের বাড়ি না তৈরি করে দিয়ে রেল প্রশাসন অমানবিক ভূমিকা পালন করছে বলে মনে করছেন আন্দোলনকারী তৃণমূল নেতৃবৃন্দ। শক্ত প্রতিরোধ গড়েই অধিকার রক্ষা করতে মরিয়া বর্ধমানের রেল পারের বাসিন্দারা।

 

 

Related Articles