আলিপুরদুয়ারের হাসিমারাতে শুট আউট, আতঙ্কিত এলাকাবাসী
Shoot out in Alipurduar's Hasimara, residents panic

The Truth Of Bengal,Alipurduar: আলিপুরদুয়ারের হাসিমারাতে শুট আউট। এই ঘটনায় আতঙ্কিত গোটা এলাকাবাসী। আহত ব্যক্তি হাসিমারা বায়ুসেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলার অন্তর্গত হাসিমারা এলাকায় বুধবার রাতে দোকান বন্ধ করে রামপ্রবেশ শা নামে এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। ফেরার পর তার ঘরের সামনে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তার উপর আক্রমণ চালায়। সুত্রের খবর দুই রাউণ্ড গুলি চলেছে। এরপর গুলির আওয়াজ শুনে এলাকাবাসিরা দৌড়ে এলে দেখেন রামপ্রবেশ রাস্তার ওপর জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসিমারা বায়ুসেনা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আপাতত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই স্বর্ণ ব্যবসায়ী।
এদিকে খবর পেতেই ঘটনাস্থলে আসেন স্থানীয় পুলিশ। এরপর তারা হাসপাতালে গিয়ে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।