তপ্ত বৈশাখে শিব-পার্বতীর বিয়ে! বর ও কনে যাত্রীদের মধ্যে সে কী কাণ্ড!
Shiva-Parvati's wedding in hot Baisakh! What kind of bride and groom passengers!

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- চড়ক উপলক্ষে নীল পুজো, আর সেই নীল পুজোতে শিব পার্বতীর বিয়ে। এবার শিব পার্বতীর বিয়ে নিয়ে উৎসবে মাতল গ্রামবাসী জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের আমবাড়িতে। বিয়েতে সব রকম আয়োজন রাখা হয়েছিল। অধিবাস থেকে মালা বদল, সুসজ্জিত প্যান্ডেল বাজনা খাওয়া দাওয়া থেকে শুরু করে সব আয়োজন করা হয় বিয়েতে। শিব পার্বতীর বিয়ে দেখতে হাজির গ্রামের কয়েক হাজার মানুষ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ী ফালাকাটা মহামায়া কলোনীর নিতাই মন্ডলের বাড়িতে প্রতিবছর চৈত্র মাসে শিবের পূজো করে থাকে। আর সেই কারনে শিব পার্বতীর বিয়ের আয়োজন করে গত বছর থেকে। গত বছর ছোট করে আয়োজন করা হলেও এবছর আরো বড় করে আয়োজন করা হয়েছিল। শিব সেজে বসেছিল এলাকার এক যুবক পলাশ আচার্জ। আর পার্বতী রূপে সেজে বসেছিল একালার আরো এক যুবক রাজা রায়।
এছাড়াও কন্যাদান করতে দেখা যায় নিতাই মন্ডল কে। বিয়েতে যে সকল নিয়ম থাকে সকল নিয়ম পালন করা হয় এই হরগোউরির বিয়েতে। সব রকম নিয়ম নিষ্ঠা পালন করে বিয়ে সম্পন্ন হয় হরগোউরির। বিয়ে হবার পর শিব রূপে সেঝে পলাশ আচার্য জানায় খুব ভালো লাগে শিব সাঝতে পেরে। আমি শিবের ভক্ত। এত লোকের সমাগম দেখে ভালো লাগছে। অন্যদিকে পার্বতী সেজে রাজা রায় জানায় দু’বছর ধরে চরক উপলক্ষে এই শিব পার্বতীর বিয়ের আয়োজন করা হয়। এবছর কিছু কারন বসত কয়েকদিন পরে হল এই বিয়ের আয়োজন।
অন্য দিকে আয়জক প্রশান্ত বিশ্বাস জানায় আজ হরগোউরির বিয়ের আয়োজন করা হয়েছে। এই বিয়ের আয়োজনে সব রাখা হয়েছে। প্যান্ডেল লাইট বাজনা খাওয়া দাওয়ার আয়োজন থেকে বিয়ের অধিবাস জল ভরা ও মালা বদল পুরোহিত দ্বারা বিয়ের যাবতীয় করা হয়। বিয়ে দেখতে এসে গ্রামের মানুস জানায় খুব ভালো লাগছে শিব পার্বতীর বিয়ে দেখতে পেয়ে। এর আগে আমবাড়ি এলাকায় কোন জায়গায় দেখা যায়নি। গত বছর থেকে এই বাড়িতেই প্রথম দেখতে পেয়েছিলাম শিব পার্বতীর বিয়ে। সারাবছর অপেক্ষা করে থাকে সকলে এই শিব পার্বতীর বিয়ে দেখবার জন্য।