ভ্রমণরাজ্যের খবর

শান্তিনিকেতনে নির্ঝরের স্বপ্নভঙ্গ

Shantiniketan

The Truth of Bengal: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অচলায়তন ভাঙার কথা বলেছিলেন। তিনি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় লিখেছিলেন, কেন রে বিধাতা পাষাণ হেন। চারিদিকে তার বাঁধন কেন! ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। যিনি বাঁধন ভাঙার কথা বলেছিলেন, তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান আজ অদ্ভুত শৃঙ্খলেই বাঁধা। কবিগুরুর কর্মভূমি আজ আমজনতার নাগাল থেকে কার্যত অনেকটাই দূরে।

স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের অভিযোগ, একটা সময় ছিল আশ্রম প্রাঙ্গণ ছিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত। কিন্তু এখন তা আর হয় না। রবি ঠাকুরের শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ পর্যটকরা পায়ে হেঁটে ঘুরে দেখতেন ছাতিমতলা, আম্রকুঞ্জ, পাঠভবন, গৌড় প্রাঙ্গণ, কলাভবন, সংগীত ভবন, কালো বাড়ি একাধিক রবীন্দ্র স্মৃতিবিজড়িত অঞ্চল। কিন্তু এ সব কিছুই এখন পর্যটকদের কাছে অতীত।

ভারতে যখন ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠছে মানুষ, চরমপন্থী-নরমপন্থীদের দ্বন্দ্ব প্রকট হচ্ছে। সেই সময় রাজনীতির ময়দান ছেড়ে, মানুষ গড়ার কাজে একান্তে নিভৃতে শান্তিনিকতে বাসা জমান রবীন্দ্রনাথ।  কিন্তু তাঁর মানুষ গড়ার ভূমি আজ রাজনীতির শিকার। ১৯১৬ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষপটে কবিগুরু লিখেছিলেন ঘরে বাইরে। এবার তারই খাসভূমি ক্রমেই চলে যাচ্ছে ঘরে বাইরের অন্যতম চরিত্র সন্দীপদের হাতে।

 

Related Articles