রাজ্যের খবর

আজ ইডির বিশেষ আদালতে ভাগ্য নির্ধারণ শাহজাহানের

Shahjahan's fate will be decided in the special court of ED today

The Truth of Bengal: সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার পর থেকে বেপাত্তা শেখ শাহজাহান। সেদিন পিছু হটার পর, আবার যখন ইডির টিম গিয়ে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছিল, তখন নোটিস সাঁটিয়ে দিয়ে আসা হয়েছিল। ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল।

সোমবার ছিল ইডির অফিসে হাজিরার দিন। কিন্তু আগামীকালও হাজিরা এড়িয়েছেন সন্দেশখালির ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ শেখ শাহজাহান। আর এসবের মধ্যেই এবার আগাম জামিনের আবেদন করলেন শাহজাহান। সোমবার ইডির হাজিরা এড়ানোর পর রাতে জানা যায়, বিশেষ ইডি আদালতে আগাম জামিনের জন্য দ্বারস্থ হয়েছেন তিনি।

আজ অর্থাৎ মঙ্গলবার শাহজাহানের আবেদনের শুনানি রয়েছে। প্রথম বার যখন ইডির তদন্তকারী দল শাহজাহানের ডেরায় গিয়েছিল তল্লাশি চালাতে, তখন এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী থেকেছিল গোটা বাংলা।

Related Articles