রাজ্যের খবর

শনিবার বঙ্গে এলেন শাহ, দেখা করতে পারেন নির্যাতিতার পরিবারের সঙ্গে?

Shah came to Bengal on Saturday, can meet the victim's family?

Truth Of Bengal: শনিবার রাতে একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওদিন রাত ১০.২৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমেছেন অমিত শাহ। সেখান থেকে রাত্রিবাসের জন্য রাজারহাটের এক হোটেলের উদ্দেশে রওনা দেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই কর্মসূচির মাঝে তিনি কী সময় বের করে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন?

বিজেপি সূত্রে খবর, রবিবার হেলিকপ্টারে করে তিনি কল্যাণী যাবেন বিএসএফের একটি অনুষ্ঠানে অংশ হতে। এরপর দুপুরে কলকাতায় ফিরে যোগ দেবেন বিজেপির ‘সদস্য সংগ্রহ অভিযান’ কর্মসূচিতে। রাজ্য নেতৃত্বের সঙ্গে আসন্ন উপনির্বাচনের বিষয়ে একদফা বৈঠকের কথাও রয়েছে তাঁর। সেখানে তিনি বঙ্গ বিজেপির সাংগঠনিক সম্পর্কে তিনি খোঁজ নেবেন। এরপর রাজারহাটের হোটেলে ফিরে তিনি মধ্যাহ্নভোজ সারবেন। তারপর এদিন সন্ধ্যায় তিনি ফিরে যাবেন দিল্লি। তবে এই একাধিক কর্মসূচীর মাঝেও সময় বের করে তিনি আর জি করের নির্যাতিত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গিয়েছে।

বঙ্গ বিজেপিও তাই চাই, যে তিনি যেন নির্যাতিতার পরিবারের সঙ্গে সময় বের করে সাক্ষাৎ করেন। কিন্তু এটি শুধু অমিত শাহের হাতে রয়েছে। এখন দেখার বিষয় তিনি দেখা করবেন কিনা।

Related Articles