রাজ্যের খবর

রংপোর কাছে মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু বেশ কয়েকজন পর্যটকের

Several tourists die in tragic accident near Rongpo

Truth of Bengal: শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় কমপক্ষে ৫জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তিস্তায়। বাংলা ও সিকিম সীমানার রংপোর কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। শীতের আমেজ উপভোগ করতে পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন পর্যটকরা। কিন্তু মাঝপথে হয় বিপদ। শিলিগুড়ি থেকে গ্যাংটকগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় তিস্তায়।

পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার রংপোর কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায়  বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। বাসের মধ্যে থেকে আহত যাত্রীদের বার করে আনার কাজে নামে উদ্ধাককারী টিম। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে যাত্রীবোঝাই একটি বাস গ্যাংটক যাচ্ছিল। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে রংপোর কাছে আচমকাই বাসটি খাদে পড়ে যায়।

রাস্তা থেকে সোজা তিস্তায় পড়ে বাসটি।দুর্ঘটনার  কথা জানার পর ঘটনাস্থলে পৌঁছায় সিকিম এবং কালিম্পং পুলিশ। উদ্ধারকারী  টিম বাসের মধ্যে থেকে যাত্রীদের বার করে আনার  চেষ্টা করে। কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম টি বলেন, ‘‘উদ্ধারকাজে প্রথম থেকেই যুদ্ধকালীন তত্পরতা দেখা যায়।

কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া যায়। প্রায় ২০ জনের উপর আহত হয়েছেন।  আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে  ভর্তি করা হয়।এর আগেও এই ধরণের দুর্ঘটনা ঘটেছিল। সেকথা মাথায় রেখে সতর্কতার সঙ্গে বাস চালকরা যাতায়াত করেন।বিপদ এড়াতে ধীরে গাড়ি চালান।তারপরেও কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার কারণ খোঁজার চেষ্টা চলছে।

Related Articles