রাজ্যের খবর

সাত সকালে খবরের শিরোনামে ফের ভাঙড়, এবার যা ঘটল

Seven morning news headlines broke again, this time what happened

The Truth Of Bengal :  ভাঙড়ে পথ দুর্ঘটনার সংখ্যা একের পর এক বেড়ে চলেছে । কোথাও ট্রাকের চাকায় আহত তো কোথাও ডাম্পারের ধাক্কায় নিহত। আর তেমনই বুধবার সকাল ৭:৩০ নাগাদ ভাঙড়ের জাগুলগাছি এলাকায় ট্রাক এবং একটি মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয় তিন থেকে চারজন। ঘটনাস্থলে ভাঙড় ট্রাফিক গার্ড ও ভাঙড় থানার পুলিশ তিনজনকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর, ঘটকপুকুরগামী একটি ইট ভর্তি ট্রাক সোনারপুরের দিকে যাচ্ছিল। তারপর জাগুলগাছি এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটকপুকুরের দিকে আসা একটি মোটর ভ্যানের মুখোমুখি ধাক্কা মারে। ফলে ওই ট্রাকে থাকা ড্রাইভার সহ দুইজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ।

ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানা ও ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ কর্তারা। এলাকার মানুষের সহযোগিতায় ওই তিনজনকে উদ্ধার করে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করে দেয় ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ। অপরদিকে মোটর ভ্যান চালক ও আহত বলে জানা যাচ্ছে।