রাজ্যের খবর

মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে বীজ বপন ও চারাগাছ রোপণ কর্মসূচি

Seed sowing and sapling planting program under the initiative of Midnipur Quiz Centre

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। সংগঠনের উদ্যোগে মেদিনীপুর শহরের ধর্মামোড় থেকে কেরানীচটি মোড় পর্যন্ত বাইপাস রাস্তার দুধারে এবং কিছু কানেক্টিং রাস্তার দুপাশে বীজবপন ও চারাগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগে থেকে সংগ্রহ করা আম, জাম, কাঁঠাল, লিচু, মহানিম, সোনাঝুরি, আমলকী প্রভৃতি গাছের বেশ কিছু বীজ রাস্তার দুপাশে ছড়ানো হয় এবং রোপণ করাও হয়। পাশাপাশি রাস্তা দুধারে বেশ কয়েকটি বট ও অশ্বস্থ গাছ লাগানো হয়।

কুইজ কেন্দ্রে সূত্রে জানা গেছে, এই বর্ষার মরসুমে আরো কয়েকটি পর্বে তাঁরা এই কাজ করবেন। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মেদিনীপুর পৌরসভা। সাধারণ মানুষের কাজে লাগবে এবং পরিবেশ রক্ষা হবে এই উদ্যোগ মনে করেন তারা।

Related Articles