রাজ্যের খবর

খুনের গভীর ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ সাবিত্রী মিত্র-র

Savitri Mitra's explosive allegations of a deep conspiracy to murder

Truth Of Bengal: বাবলা সরকার খুনের রেশ কাটতে না কাটতেই এবার বিধায়ক সাবিত্রী মিত্রকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠল। আক্রান্ত বিধায়ক অভিযোগ করেছেন, গভীর ষড়যন্ত্র করা হয় তাঁকে খুনের জন্য। তৃণমূল নেতৃত্ব যড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়ার দাবিতে সরব হয়েছেন। বিজেপির প্রশ্ন, চক্রান্ত হলে পুলিশ করছে টা কী? তাই পুলিশ রাজনীতির রং না দেখে দোষীদের গ্রেফতার করার চেষ্টা করছে।

২জানুয়ারি খুন হন কাউন্সিলর বাবলা সরকার খুন হন। ঠিক একমাসের মাথায় এবার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রকে খুনের ষড়যন্ত্রের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। মানিকচকে এমএলএ কাপের ফাইনাল ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার সন্ধ্যায় এনায়েতপুর যান বিধায়ক। সেখানে আয়োজকদের সঙ্গে মিটিং সেরে রাত সাড়ে ৯টা নাগাদ মালদা শহরের সদরঘাটের বাড়ির উদ্দেশে ফিরছিলেন তিনি। পথে ধরমপুরের কাছে হঠাৎ একটি গাড়ি বিধায়কের গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনওমতে চালকের তৎপরতায় সে ধাক্কা সামলে নিলেও কিছুক্ষণ পর ফের ঘুরে এসে বিধায়কের গাড়িকে ধাওয়া করতে শুরু করে সন্দেহভাজন গাড়িটি।

সাবিত্রী মিত্র-র বিস্ফোরক অভিযোগ, মানিকচক থেকে ফেরার পথে একটি গাড়ি সামনে থেকে এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। এরপরেও পিছন থেকে এসে বারবার ধাক্কা মারার চেষ্টা করে ওই গাড়ি। এরপরই প্রাণভয়ে পুলিশে খবর দেন মানিকচকের বিধায়ক। রাজনৈতিক ষড়যন্ত্রের কথা তুলে ধরে বিস্ফোরক সাবিত্রী মিত্র।

ঘটনায় রীতিমতো আতঙ্কিত মালদহের মানিকচকের তৃণমূল বিধায়ক। বিরোধীদের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ একাধিকবার উঠেছে। এবার বিজেপি নেতৃত্ব অবশ্য পুলিশকে নিশানা করে পাল্টা সরব হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। রাজনীতির রং না দেখে পুলিশ অপরাধীদের গ্রেফতার করার জন্য তত্পরতা বাড়িয়েছে।অভিষেক দাসের রিপোর্ট।