রাজ্যের খবর

আবার চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প, দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

'Sarkar at Door' project to be launched again, Chief Minister announces dates

Truth of Bengal: মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইন্সটিটিউট ময়দানে সোমবার এক বিশাল সভায় উপস্থিত হয়ে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আবার শুরু করা হচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উদ্যোগ। আবেদনকারীদের ন্যায্য অধিকার ২৮ তারিখের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি।

সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। তিনি বলেন, “১৫০০ হেক্টর জমি গঙ্গার জলে তলিয়ে গেছে। এই সমস্যার সমাধানে বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছি, কিন্তু কোনও উত্তর পাইনি। ভোট এলে কেন্দ্র বৈষম্যের রাজনীতি করে। হিন্দু-মুসলমান ভাগ করার চেষ্টা করে। কিন্তু বন্যার জলে মানুষ ভেসে গেলে তারা কোনও ব্যবস্থা নেয় না।”

লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটি আসনেই তৃণমূলের জয়লাভের পর এই সফরকে ঘিরে শাসক দলের জেলা নেতৃত্ব উৎসাহিত। মুখ্যমন্ত্রী সভা থেকে জানালেন, “মুর্শিদাবাদ একসময় বাংলার রাজধানী ছিল। এই জেলায় সিল্ক এবং আমের জন্য বিখ্যাত। নবাব বাহাদুর ইন্সটিটিউট ২০০ বছর পূর্ণ করেছে। আমি তাদের শিক্ষা দফতর থেকে ২৫ লক্ষ টাকা দিয়েছি।”

সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আজ ১১২টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। আরও ৮৫টি প্রকল্প দেওয়া হল। গঙ্গাভাঙনে ক্ষতির মুখে পড়া মানুষদের সাহায্যে আগে ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার আরও ৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”

‘বাংলার বাড়ি’ প্রকল্পের কথা উল্লেখ করে মমতা বলেন, “গত ১৩ বছরে সারা রাজ্যে ৪৭ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে। আমাদের সমীক্ষা অনুযায়ী, আরও ২৮ লক্ষ পরিবার বাড়ি পেতে পারে। ইতিমধ্যে ১২ লক্ষ বাড়ির টাকা দেওয়া শুরু হয়েছে, বাকিদের ধাপে ধাপে পাওনা দেওয়া হবে।”

মুখ্যমন্ত্রীর এই সফর এবং একাধিক প্রকল্পের ঘোষণায় জেলার মানুষ আশাবাদী। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে ভরসা রেখে তারা অপেক্ষা করছেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হয়ে জেলার সমস্যার সমাধান করবে।

Related Articles