রাজ্যের খবর

বড়দিনের রাতে চাঁচল বাজারে গয়নার দোকানে ভয়াবহ ডাকাতি

Robbery at jewelery shop in Chanchal Bazar on Christmas night

The Truth Of Bengal : বড়দিনের রাতে চাঁচল সদরে চাঁচল বাজারে জুয়েলার্সে ভয়াবহ ডাকাতি। জুয়েলারির সমগ্র গয়না খোয়া গেছে বলে খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা । দুটি মোটরবাইকে করে এসেছিল পাঁচজনের ডাকাত দল। হাতে ছিল আগ্নেয়াস্ত্র।

ডাকাতি করে বেরোনোর পথে চলে গুলিও। প্রশ্নের মুখে চাঁচলের নিরাপত্তা ব্যবস্থা। ব্যাপক উত্তেজনা এলাকায়। কার্নিভালের দিনে এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে মানুষের নিরাপত্তা। এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশের গাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ জনতার। ঘটনাস্থলে পৌঁছেছেন মালদহের অতিরিক্ত পুলিশ সুপার।

বিহার এবং উত্তর দিনাজপুরে যাওয়ার রাস্তাতেও শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং। দুষ্কৃতীদের মাথা হেলমেটে ঢাকা ছিল। একই সঙ্গে মুখে ছিল মাস্ক। দুইজন দোকান কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

FREE ACCESS

Related Articles