রাজ্যের খবর

শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ২

Road accident on National Highway

The Truth of Bengal: বছরের প্রথম দিনের সকালে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা লরির পিছনে বালি বোঝাই ডাম্পার গাড়ি ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় গাড়ি চালক সহ খালাসি। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার বাইপাস ৩৪ নম্বর জাতীয় সড়কের।

জানা যায় বালি বোঝায় একটি লরি দাঁড়িয়েছিল, আর তার পেছনেই অন্য একটি বালি বোঝায় ডাম্পার গাড়ি সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ডাম্পার গাড়িটি। গাড়ির ভেতরেই আটকে থাকে গাড়িচালক ও খালাসি।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এরপর ওই দুজনকে উদ্ধারের জন্য চেষ্টা চালাই। কিন্তু প্রায় ঘন্টাখানিক ধরে চেষ্টা চালালেও উদ্ধার করা সম্ভব হচ্ছিল না তাদের। পরবর্তীতে ক্রেনের মাধ্যমে চালক ও খালাসীকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল জাতীয় সড়ক আর তার কারণে ই এই দুর্ঘটনা। তবে ডাম্পার গাড়ির চালকের অবস্থা অতি আশঙ্কা জনক। তাকে পাঠানো হয় জেলা হাসপাতালে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles