রাজ্যের খবর

রিষড়ায় শুট আউট! গুলিবিদ্ধ যুবক, চাঞ্চল্য এলাকায়

Rishada shoot out

The Truth of Bengal: রিষড়ায় শুট আউট! গুলিবিদ্ধ যুবকের নাম দীপক জয়সওয়াল। রিষড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড হেস্টিং মাঠের পিছনে সেগুন বাগান এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যায় বাড়ির কাছেই ছিলেন দীপক। সেই সময় তিন থেকে চার জন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

তাদের মুখ ঢাকা ছিল। আহত যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হন চন্দননগর পুলিশের ডিসি এসিপি রিষড়া থানার পুলিশ আধিকারীকরা।

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন গুলিবিদ্ধ যুবক এর আগে একটি খুনের মামালায় অভিযুক্ত। দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের।

Related Articles